শেষ রক্ষা হলো না হাথুরুসিংহের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ থেকে বিতর্কের জন্ম দিয়ে বিদায় নেয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কা দলের দায়িত্ব গ্রহণ করেন। তবে শুরুটা ভালো করলেও বিতর্কের ছাপ সেখানেও রেখেছেন এই কড়া মাস্টার। ফলে বিশ্বকাপের আগেই তাকে ছেঁটে ফেলার গুঞ্জন শুরু হয়। তবে বিশ্বকাপের আগে এত বড় ঝুঁকি নিতে চায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপেও তাই রাখা হয়েছিল হাথুরুসিংহেকেই। হাথুরু অবশ্য আশানুরূপ ফলাফল উপহার দিতে পারেননি তার দেশকে। ফলে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী স্বয়ং হাথুরুসিংহের পদত্যাগের ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। লঙ্কান ক্রীড়া মন্ত্রীর নির্দেশ হাথুরুসিংহেকে যেন বহিষ্কার করা হয় কোচের পদ থেকে।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানান, ‘আমরা জানি এটা একটা জটিল সমস্যা। তবে বিষয়টি আইনগতভাবেই সামলানো হবে। কারন পেশাদারিত্বের সাথেই আমরা সামাল দিচ্ছি সবকিছু। গত কয়েক বছরে কোচদের ডেকে এনে অসম্মানের সাথে বিদায় করে দেয়ার জন্য বেশ দুর্নাম রয়েছে আমাদের। আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত আছি। অবশ্যই মন্ত্রীর পরামর্শ অনুযায়ীই এগোবো আমরা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »