দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হয়েছে দু’দল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে আজ বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। এছাড়া একাদশে ফিরেছেন নাঈম শেখ ও আল-আমিন হোসেন।
এই ম্যাচের জোড়া রেকর্ডের সামনে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আজ জয় পেলেই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ গ্রহণ করবে টিম টাইগার্সে। এবং একইসাথে প্রথমবারের মতো কোনো দলকে এক সিরিজে ক্রিকেটের তিন সংস্করণে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তিও গড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ দলঃ লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।