নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরে হলকার স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে ৮৬ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে ভারত। এদিকে ইন্দোরে গতকাল টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। একের পর এক ব্যর্থতার গল্পে নাম লিখিয়ে সাজঘরে ফেরেন সবাই। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।
ভারতের হয়ে মোহাম্মদ শামী ৩ উইকেট ও ২টি করে উইকেট নেন ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবিচন্দ্র অশ্বিন।
এদিকে দ্বিতীয় দিনের শুরুতে ৫৪ রানে থাকা পূজারাকে ফেরান আবু জায়েদ রাহী। ব্যাটিংয়ে এসে দাঁড়াতে পারেনি বিরাট কোহলি, শূন্য রানে তিনি ফিরেন রাহীর শিকার হয়ে।
বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছেন আবু জায়েদ রাহী।
এই প্রতিবেদনে লেখা সময়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮৮। ভারতের হয়ে ৯১ রানে অপরাজিত আগারওয়াল, অন্যদিকে ব্যাটিংয়ে রাহানে আছেন ৩৫ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (১ম ইনিংস): ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ , ইবাদত ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।
ভারত (১ম ইনিংস): ৫৪ ওভারে ১৮৮/৩
(রোহিত ৬, আগারওয়াল ৯১*, পূজারা ৫৪, কোহলি ০, রাহানে ৩৫* ; রাহী ১৩-০-৫৮-৩, ইবাদাত ১৭-৪-৪৭-০, তাইজুল ১৬-৪-৫১-০, মেহেদী ৮-০-৩২-০ )