শিরোপার ইতিহাসের পিছনের কারিগর ‘স্টোনিয়ের ভাই’

সাজিদা জেসমিন »

অনেক অপেক্ষার পর ঘুচলো শিরোপা ক্ষুধা। আর সেটা যুবাদের হাত ধরেই। দুর্দান্ত টুর্নামেন্ট খেলে যেমনি এনে দিয়েছে শিরোপা, তেমনি পুরো টুর্নামেন্টে বিশ্ববাসীকে চিনিয়েছে নতুন এক বাংলাদেশকে।

তবে এ-ই জয়ের পিছনে অন্যতম কারিগরদের মাঝে একজন ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ের। পুরো টুর্নামেন্টেই আলোচিত ছিলো টাইগারদের ফিটনেস। দুর্দান্ত ফিটনেসের কারণে দুর্দান্ত হয়েছে ফিল্ডিং ও।

এ-র পিছনে অন্যতম কারিগর রিচার্ডের সফল কোচিং। দুর্দান্ত পরিশ্রম আর সাধনার ফল। এছাড়াও ব্যক্তি হিসেবেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ তিনি। গতকাল ও দেখা যায় মাঠের বাইরে দাঁড়িয়ে পুরোটা সময় দলকে উৎসাহ জুগিয়েছেন। সমর্থকদের সাথে চিৎকার করে দলকে সমর্থন জুগিয়েছেন।

স্টোনিয়ের অবশ্য নিজের কৃতিত্বের কথা স্বীকার করতে রাজি নন। পুরো কৃতিত্ব দিয়েছেন টাইগারদের। তিনি বলেন- “দলের সবাই আমাকে তাঁদের পরিবারের একটা অংশ বানিয়ে ফেলেছে। আজকের দিনটি এ ছেলেদের। তাদের কঠোর সাধনার ফল এটি।”

“ওরা গত ১২ মাসে যে আত্মত্যাগ করেছে তারই ফল এটি । এ-ই কৃতিত্ব তাঁদের। আমি ওদের মাঝে কেবল উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করে গেছি। ওরা সেরাটা কিভাবে করে দেখাতে পারে, তা দেখানোর চেষ্টা করেছি” – তিনি যোগ করেন।

স্টোনিয়েরের উচ্ছ্বসিত ভাব দেখলে যে কেউ সহজেই বুঝবেন এই দলটার সাথে কীভাবে তিনি মিশে গেছেন পুরোপুরি । একটা পরিবারের মতো আগলে রেখেছেন সবাইকে। তাঁর মুখের ভাষায়- “এদেশের ছেলেরা মূলত কোচিং স্টাফদের ‘স্যার’ ডাকে। কিন্তু ওরা আমাকে ‘ভাই’ বলে সম্বোধন করে। এভাবেই সবাই আপন করে নিয়েছে আমাকে।”

আর এভাবেই দলের সবার সাথে ভালোভাবে মিশে গেছেন আকবর আলীদের স্টোনিয়ের ভাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »