শাহিন আফ্রিদির রেকর্ড ভেঙ্গে দিলেন নাসিম শাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইনজুরির কারণে চলতি এশিয়া কাপে খেলতে পারছেন না পাকিস্তানের বোলিং আক্রমণের মূল ভরসা শাহিন আফ্রিদি। এই সুযোগে তার রেকর্ড ভেঙ্গে দিলেন তরুণ নাসিম শাহ।

পাকিস্তানের হয়ে সবচেয়ে কম বয়সে ৫০ উইকেটের মাইলকফলকে পৌছে গেছেন নাসিম। তার আগে এই কীর্তি ছিলো শাহিনের। ১৯ বছর ২০৪ দিনে এই কৃতিত্ব অর্জন করেন নাসিম।

সুপার ফোরে পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে মোহাম্মদ নবীকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে এই কীর্তি গড়েন তিনি। তাতেই শাহীনকে ছাড়িয়ে যান তিনি।

পাকিস্তানের জার্সিতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁতে শাহিনের লেগেছিলো ২০ বছর। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ার পর ব্যাট হাতেও ম্যাচ জিতিয়েছেন নাসিম।

চলতি এশিয়া কাপে শাহীনের অনুপস্থিতিতে নাসিম ভালো পারফর্ম করেছেন। পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত চার ম্যাচে ১৬.৩৩ গড়ে তার নামের পাশে জমা হয়েছে ৬ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »