শান্তকে অধিনায়ক করে এসএ গেমসে বাংলাদেশের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাউথ এশিয়ান ( এসএ) গেমসের ১৩ তম আসর। ভারোত্তোলন, হাই জাম্পসহ আরও আরও অন্যান্য ইভেন্টের সাথে যুক্ত আছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট৷ এবারের সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসর অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে। আসন্ন সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে পাঁচটি দল। বাংলাদেশ,ভুটান,নেপাল,মালদ্বীপ অনুর্ধ্ব-২৩ দলসহ অংশগ্রহণ করতে যাচ্ছে পাঁচটি দল। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শান্ত ছাড়াও দলে রয়েছে সৌম্য সরকার, আফিফ হাসান, সাইফ হাসান ও নাইম শেখরা।

৭ দিনের এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অর্থাৎ ৪ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। একদিন বিরতিতে ৬ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে ৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ আর ৮ ডিসেম্বর শ্রীলঙ্কা অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ৯ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। টুর্নামেন্টের সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিভুবন আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

এসএ গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত ( অধিনায়ক) , সৌম্য সরকার, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বী, মাহিদুল অঙ্কন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মানিক খান, সুমন খান, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »