শনিবারে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

মোহাম্মদ সোহেল »

বাংলাদেশ ক্রিকেটের অকৃত্তিম বন্ধু, কিছুদিন আগেও বোর্ড সমস্যায় জর্জরিত ও আইসিসি থেকে নিষিদ্ধ হউয়া জিম্বাবুয়ে সকল বাধা বিপত্তি, সমস্যা সমাধান করে ও আইসিসির সাথে সম্পর্ক মজবুজ করে বাংলাদেশের মাটিতে পা রাখছে ১৫ ফেব্রুয়ারি শনিবারে প্রায় ১ মাসের সফরে।

বাংলাদেশে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিকাল ৫ টায় এমিরেটস এর একটি বিমানে করে পৌঁছার কথা রয়েছে তাদের।

সিরিজের ২ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।এর আগে ১৮ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবা জিম্বাবুয়ে। তারপর সিরিজের ৩ টি ওয়ানডে ম্যাচেও সিলেটে মাটে নামবে দুই দল। সবশেষ ঢাকায় ২ টি টি-টোয়েন্টি খেলে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

 

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডঃ

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, কেভিন কাসুজা, প্রিন্স মাসাভরে, টিমিসেন মারুমা, ক্রিস্টফার এমপুফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, চার্ল্টন টিশুমা ও আইনসলে আনডলোভু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »