লড়াইটা জেমি সিডন্সের কাছ থেকেই শিখেছেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক সময় সেরা ব্যাটসম্যানকেও উইকেটে টিকে থাকতে সংগ্রাম করতে হয়। উইকেট আচরণ এবং বোলারের দাপটে অনেক সময় ব্যাটসম্যানকে দেখা যায় উইকেটে খাবি খেতে।ওই সময়টায় যেন মনে হয় কোনভাবে ব্যাটসম্যানের অনুকূলে কিছুই নেই।
এমন পরিস্থিতিতে পড়ে বেশির ভাগ ব্যাটসম্যান মেজাজ হারিয়ে বিলাসী শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।এইভাবে উইকেট বিলিয়ে আসার অভ্যাসটা একসময় তামিমের মধ্যেও ছিল।
যখন তামিম আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট করতেন, তখন কয়েক বল ডট খেলে ফেললে মেজাজ হারিয়ে রান তুলতে বড় শট খেলার প্রবনতা ছিল তামিমের মধ্যে, আর এতেই ভুল করে বসতেন তিনি।যার ফলে উইকেট বিলিয়ে আসতেন মেজাজ হারিয়ে শট খেলতে গিয়ে। কিন্তু সেই পুরাতন তামিমের ছিটেফোঁটাও এখন পরিপক্ব তামিমের মাঝে দেখা যায় না।
আপনি কি বলতে পারেন তামিমকে শেষ কবে এইভাবে বিলাসী শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসতে দেখেছেন?
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের অভ্যাস ছেড়ে তিনি যে এখন প্রতিপক্ষের কাছে ‘ঠাণ্ডা মাথার খুনি’

তামিম মনে করেন, কঠিন সময়ে বোলারদের বিপক্ষে সংগ্রাম করে উইকেটে টিকে থাকাটাই এখন তার ব্যাটিংয়ের ভালো দিকটি।

বদলে যাওয়া এই তামিম তার বদলে যাওয়ার গল্প শুনাতে প্রথমেই স্মরণ করেন তার সাবেক গুরু জেমি সিডন্সকে।সিডন্সই তামিমের মধ্যে জাগিয়ে তুলেছিলেন এই ‘সংগ্রামী বোধ’।
তামিম জানানঃ
আমি এই শিক্ষাটা পেয়েছি জেমি সিডন্সের কাছ থেকে। সে সবসময় বলতো- যখন তুমি ঠিকঠাক ব্যাটিং করতে পারছো না, তখন তোমার সামনে দুইটি পথ খোলা থাকে। হয়তো আউট হয়ে আমার সঙ্গে ড্রেসিংরুমে বসে থাকো কিংবা উইকেটে থেকে বোলারের বিপক্ষে লড়াই করতে থাকো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »