ক্রীড়া প্রতিবেদক »
আগামী ৩০ আগস্ট শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সে আসরে অংশ নিতে রোববার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় পৌছেছে বাংলাদেশ দল।
দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রওয়ানা দেয় টাইগাররা। তবে দলের সঙ্গে যাননি লিটন দাস। একদম শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। জানা গেছে অসুস্থতার কারণে যাননি লিটন। এবাদতের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার তানজিম হাসান সাকিবও যাননি। এই ফ্লাইটে টিকিট কাটা ছিল না সাকিবের। এছাড়া দলের বাকি সদস্যরা সবাই চলে গেছেন।
যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
আরএ/নিউজক্রিকেট২৪