সাকিব শাওন »
শেষ বিপিএলে ব্যাট হাতে চট্টগ্রামের হয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই আলো ছড়িয়েছেনইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে
নেমে প্রায় ৫০ এর মত গড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। বিপিএলে পাওয়া চোট কাটিয়ে প্রায় সেরে উঠেছিলেন তিনি। খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগেও। সেখানেও ব্যাট হাতে খারাপ করেননি ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। তবুও জাতীয় দলে চলতি জিম্বাবুয়ে সিরিজে দলে সুযোগ মেলেনি এই ওপেনারের।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য কিছুদিন আগে দলবদল হয়েছে তাঁর। পুরানো দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
তবে আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের প্রথমদিকের কয়েকটা ম্যাচে খেলা হচ্ছে না বাঁহাতি এ ব্যাটসম্যানের। কিছুদিন আগেই চোট কাটিয়ে ফেরা ইমরুল আবার ইঞ্জুরিতে পড়েছেন। গত সোমবার অনুশীলনের সময় বাঁ-পায়ে আঘাত পেয়েছেন ইমরুল। আপাতত প্লাস্টার করে রাখা হয়েছে বাম পা টায়। জানা গেছে, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে বা তার বেশিও।