দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশী স্পিডস্টার তাসকিন আহমেদের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মত। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-১০ লীগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন তাসকিন। ৩ ম্যাচে দারুণ বোলিং করা তাসকিনের শিকার ৫ উইকেট। টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
এদিকে তাসকিনের এমন পারফরম্যান্সের কল্যাণে পেয়েছেন আরো একটি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লীগে ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। আর নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে এ ব্যাপারটা নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই।
৩০ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লীগের এবারের আসর। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এই সময়টাতে বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা না থাকলেও এশিয়া কাপকে সামনে রেখে চলবে জাতীয় দলের ক্যাম্প। এজন্য তাসকিন লঙ্কা লীগ খেলার জন্য বিসিবি থেকে অনুমতি পাবেন কিনা সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে তাসকিন জানান তিনি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ ব্যাপারে জানিয়েছেন। তিনি বিসিবি থেকে এখনো এনওসি পাননি।
উল্লেখ্য, এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে তা হয়নি। এছাড়া গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন এই স্পিডস্টার।