লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে টাইগারদের শুভ সূচনা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটের বড় জয় দিয়ে লঙ্কানদের বিপক্ষে শুভ সূচনা করলো টাইগাররা।

শুরুতে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায়। রুবেল হুসেনের করা তৃতীয় বলেই ওপেনার নিরোশান ডিকওয়েলা ফেরত যান। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন বাংলাদেশী বোলাররা। দলীয় ৩২ রানেই লঙ্কানদের ৩ উইকেটের পতন ঘটলে সেখান থেকে বিপর্যয় সামাল দেন শেহান জয়াসুরিয়া এবং ভানুকা রাজাপাকসে। তবে ৩২ রান করে ভানুকা প্যাভিলিয়নের পথ ধরলে স্বল্প বিরতিতে ব্যক্তিগত ৫৬ রানে বিদায় নেন জয়াসুরিয়াও। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা দাসুন শানাকার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৬ রান। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৮২ রান।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকার ছিলেন ব্যর্থ। ২৪ বল মোকাবেলায় মাত্র ১৩ রান করেই বিদায় নেন তিনি। আরেক ওপেনার তামিম ইকবালও ব্যক্তিগত ৩৭ রানে বিদায় নিলে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। মুশফকুর রহিম আর মিঠুন মিলে গড়েন লম্বা জুটি। অর্ধশতক হাইয়ে মুশফিক ফিরে গেলেও অপ্রতিরুদ্ধ থাকেন মিঠুন। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আবারও জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৩৩ রানে মাহমুদউল্লাহ ফিরে গেলে ইনিংসের ৪৬তম ওভারে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে রাজিথার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে যান তিনি। জয়ের বাকি কাজটুকু নিরাপদে করে যান মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। ইনিংসের ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »