রোমাঞ্চর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো অজিরা।

নিউজিল্যান্ডের দেয়া ২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে আগেরদিনের ৪ উইকেটে ৭৭ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ২০২ রান। আর নিউজিল্যান্ডের দরকার ছিলো ৬ উইকেট। দিনের শুরুতেই উইকেট হারালেও ১৪০ রানের চমৎকার এক জুটি গড়ে দলকে এগিয়ে নেন মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ৮০ রান করে আউট হন মার্শ।

শেষ পর্যন্ত ক্যারির অপরাজিত ৯৮ এবং কামিন্সের ২৮ রানে ভর করে ৩ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। নিউজিল্যান্ডের বেন সিয়ার্স নেন ৪ উইকেট। এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৬২ এবং দ্বিতীয় ইনিংসে ৩৭২ রান করে। আর অস্ট্রেলিয়া রতাদের প্রথম ইনিংসে করে ২৫৬ রান।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »