https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড গড়ে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের জয় ২১ রানের। শুরুতে ব্যাট করে বাংলাদেশ দল নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রানের রেকর্ড গড়ে।
৩৩১ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটামুটি ভালো করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রাম। দুজনের ৪৯ জুটি ভাঙে ডি কক ব্যক্তিগত ২৩ রানে ফিরে গেলে। তিনে নামা অধিনায়ক ডু প্লেসিস মারক্রামের সাথে মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ৫৬ বল থেকে মারক্রামের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪৫ রান। অন্যদিকে প্লেসিসকে ৬২ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হতে থাকা মিলার ইরেন মুস্তাফিজুর রহমানের বলে। ম্যাচের মোড় ঘুরানোর কাজটা অবশ্য করেন মোহাম্মদ সাইফউদ্দিন ভান ডার ডসেনকে ৪১ রানে ফিরিয়ে। আর দক্ষিণ আফ্রিকার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মুস্তাফিজুর রহমান জেপি ডুমিনিকে বোল্ড আউট করে। ডুমিনির ব্যাট থেকে আসে ৪৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৩০৯ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে মুস্তাফিজুর রহমান ৩টি, সাইফউদ্দিন ২টি, মিরাজ ১টি এবং সাকিব নেন ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ওপেনার সৌম্য সরকারের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায়। তামিম ইকবালের সাথে মিলে ওপেনিং জুটিতে তোলেন ৬০ রান। তামিম অবশ্য সুবিধা করতে পারেননি। ২৯ বল মোকাবেলায় বাঁহাতি এই ওপেনার ফিরে যান ব্যক্তিগত ১৬ রানে। খানিক পর ক্রিস মরিসের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার সৌম্যও। ৩০ বল মোকাবেলায় সৌম্যর ব্যাট থেকে আসে ৪২ রানের ঝলমলে ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ১৪২ রানের বড় জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৮৪ বল মোকাবেলায় ৭৫ রান করে সাকিব ফিরেন তাহিরের বলে। এদিকে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতকের ইনিংস খেলার দিন মুশফিকের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান।
শেষের দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের ছোট ছোট ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পাহাড়সম পুঁজি পায় বাংলাদেশ দল। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।
বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ফেলোকায়ো ২টি, তাহির ২টি ও ক্রিস মরিস নেন ১টি উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান