রিয়াদের অধিনায়কত্বে ধোনিকে খুঁজে পান ইরফান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের টি-টোয়েন্টি কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বের প্রশংসায় মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। শুধু অধিনায়কত্বের প্রশংসাই করেন নি। সেই সাথে তিনি বলেন রিয়াদের অধিনায়কত্বে নাকি ভারতের সবথেকে সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ছায়া মেলে।

গত দুই-এক বছরে বেশ কিছু সফরে অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দলের সহকারী অধিনায়কত্বের দায়িত্ব আছে তার উপর। তবে এবারের অধিনায়কত্ব পাওয়ার মূলে ছিলো সাকিবের নিষিদ্ধ। আইসিসির নিষেধাজ্ঞার কারনে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে দল পাঠায় ক্রিকেট বোর্ড।

সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে দুইদল। দুই ম্যাচের প্রথমটিতে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় ভারত। প্রথম ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে ১৪৮ রানে বেঁধে দিয়ে ৭ উইকেটের জয় তুলে বাংলাদেশ। মাঠে রিয়াদের নেতৃত্বের প্রশংসা কুড়িয়েছেন। টি-টোয়েন্টি কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বকে প্রশংসার জুয়ারে ভাসিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন,‘ বিশ্বের সেরা দলের বিপক্ষে যখন আপনি জয় পাবেন তখন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব বেশ ভালো লেগেছে। মাঠে বোলার পরিবর্তন থেকে শুরু করে সবক্ষেত্রেই।’

এছাড়াও তিনি বলেন, ‘ পাওয়ার প্লে শেষ হলে ধোনি সবসময় পার্টটাইম বোলার ব্যবহার করে। ম্যাচে রিয়াদের মাঝেও এমনটা লক্ষ্য করা গেছে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »