https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আবু জায়েদ রাহি ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের দলে সর্বশেষ সদস্য হলেন তিনি। এই বিশ্বকাপে বাংলাদেশ দলে যদি চমক থেকে থাকে তাহলে হলো আবু জায়েদ রাহি। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবার আগেও ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়নি।
আবু জায়েদ রাহি যাকে কিনা কেউই বিশ্বকাপ দলে প্রত্যাশা করেনি। হয়তো তাসকিন আহমেদ যদি পুরোপুরি ফিট থাকতেন তবে হয়তো রাহির বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া হতো না। আবু জায়েদ রাহির ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় বিশ্বকাপের আগে অনুষ্ঠিত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। যেখানে ২টি ম্যাচ খেলার সুযোগ পান এই পেসার। একটি ম্যাচে বাংলাদেশ ব্যর্থ হলেও আরেকটি ম্যাচে ৫ উইকেট পেয়ে যান রাহি। তবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে বেশ বাজে বোলিং করে সমালোচিত হন তিনি। আর এতে করে বিশ্বকাপের মূল একাদশে সুযোগ পাওয়া কষ্টকর হয়ে পড়ে রাহির জন্য। বাস্তবতা কি বলে? বাংলাদেশ দলে পেস আক্রমণ সামলাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। প্রতি ম্যাচে এই তিনজনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল যদি কারো ইনজুরি বা তার পেসার খেলানোর ইচ্ছা থাকলে সেসময় একাদশে সুযোগ পেতেন রুবেল হোসেন। তাহলে কি রাহির এতজনের ভিড়ে একাদশে সুযোগ পাওয়া সহজ ছিলো? উত্তরটা অবশ্যই না।
রাহি এবারের বিশ্বকাপে একজন সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান দুই খেলোয়াড়ই বটে। সৌভাগ্যের কারণ হচ্ছে রাহির বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া। ক্রিকেট খেলোয়াড় সকলেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। আর জাতীয় দলে হয়ে খেলতে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে। কিন্তু রাহির তো ওয়ানডেতে অভিষেকের আগেই বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ হয়েছে। আর দুর্ভাগ্যবান এই কারণে যে বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একটা ম্যাচে খেলার সৌভাগ্য হয়নি এই পেসারের।
যদিও একটা ম্যাচে খেলার সুযোগ পাননি রাহি তবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সাকিব মাশরাফিদের সাথে ড্রেসিং রুমের অভিজ্ঞতা এগুলো ভবিষ্যতে অনেক কাজে দিবে রাহির। রাহিকে আরো ভালো বোলিং করে বাকিদের থেকে নিজেকে এগিয়ে রাখতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশ দলে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব নিতে পারে।
-নাসিফুল হাসান সৌমিক