রাহির পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটারদের তালিকা করলে সবার উপরে হয়তো বিরাটের নামটাই থাকবে। একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিনিয়ত ভেঙে চলেছেন সব রেকর্ড। বিরাটের মতো এমন একজন ব্যাটসম্যানের উইকেট পাওয়া বোলারদের কাছে সবসময়ই অন্যরকম আনন্দের। বাংলাদেশী পেসার আবু জায়েদ রাহি ও হয়তো এমন আনন্দ পেয়েছেন।

গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়েছিলেন রাহী। আর প্রথম টেস্টে আউট করার কারণে দ্বিতীয় টেস্টেও তাকে আউট করার পরিকল্পনা সাজিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে রাহির সেই পরিকল্পনায় যেনো জল ঢেলে দেন ভারতীয় অধিনায়ক। ভারতের জনপ্রিয় এক খবরের কাগজের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই পেসার।

এ প্রসঙ্গে রাহি বলেন,”গোলাপি বলে আউটসুইংয়ের বিপক্ষে আমাকে স্ট্রেট ড্রাইভ মেরেছিল বিরাট। রাতে কিভাবে এতো সাবলীল ব্যাট করল ও (কোহলি), আমার জানা নেই। আমাদের পরিকল্পনা ছিল আউটসুইংয়ের সাহায্যে বিরাটকে আউট করার। অথচ সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় ও (কোহলি)।’’

ইডেন গার্ডেন্সের গোলাপি বলের টেস্ট ৭৭ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। রাতে শিশির পড়ার আগে গোলাপি বল পেসারদের জন্য আদর্শ বলে জানিয়েছেন তিনি। এই পেসারের ধারণা অনুযায়ী, গোলাপি বলে সুবিধার মতো অসুবিধাও আছে। বলে জল পড়লে সাবানের মতো পিচ্ছিল হয় বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাহির ভাষ্য,”রাতে শিশির পড়ার আগে পর্যন্ত পেসারদের আদর্শ গোলাপি বল। কিন্তু বল ভিজে গেলে হাত থেকে পিছলে যায়। কারণ, বলে অতিরিক্ত রংয়ের স্তর থাকে। জল পড়লে সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »