নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। হ্যাট্রিক হারে আসর শুরু করা রুপগঞ্জ আসরে প্রথম জয়ের মুখ দেখেছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। অন্যদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১৭৫ রানের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
ডিপিএলে টানা তিন হারে আসর শুরু করা লিজেন্ডস অফ রুপগঞ্জ অবশেষে পেয়েছে জয়ের দেখা। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আকবর আলির দল। এদিন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শেখ মাহাদি ও তানভীরের স্মিন ঘুর্নিতে হাবুডুবু খায় শাইনপুকুর। দলীয় চল্লিশ রানেই হারায় পাচ উইকেট । এরপর আর ঘুরে দাড়াতে পারেনি শাইনপুকুর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
পেসার রেজাউর রহমান রাজার বোলিং তোপে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলাম তনময়ের ব্যাট থেকে। রুপগঞ্জের হয়ে রাজা ও তানভীর নেন ৩ টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসানের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে সহজ জয় পায় রুপগঞ্জ। তামিম ৩৫ ও সাইফ অপরাজিত থাকেন ৩৯ রানে।
এদিকে দিনের আরেক ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১৭৫ রানের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিএকেএসপির ৪ নম্বর মাঠে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৯৮ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক বিজয় ৬৯ ও শামসুর রহমান শুভ করেন ৬০ রান। লক্ষ্য তারা করতে নেমে সিদ্দিকির বোলিং জাদুতে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি।
অন্যদিকে গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণি ব্যাংক ক্রিকেট ক্লাব। বিএকেএসপির ৩ নম্বর মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২২২ রানে অলআউট হয় গুলশান। দলের হয়ে ৬২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন কুমার দাশ। জবাবে ব্যাত করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় অগ্রণি ব্যাংক।
আরএ/নিউজক্রিকেট২৪