নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। কিন্তু তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেন নি বাংলাদেশী বোলারেরা। তাইজুল-রিয়াদের ঘূর্ণিতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে স্কোর বোর্ডে ৭৭ রান যোগ করতেই ৩ টি মূল্যবান উইকেট হারায় আফগানিস্তান। তাইজুল ইসলাম ২ টি এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১ টি উইকেট শিকার করেন।
কিন্তু মধ্যাহ্ন বিরতির পরেই দেখেশুনে খেলতে শুরু করেন দুই আফগানি ব্যাটসম্যান রহমত শাহ আর আসগর আফগান। তাদের ব্যাটিং দৃঢ়তায় দিনের দ্বিতীয় সেশনে এখনো কোন উইকেটের দেখা পায় নি বাংলাদেশ। ইতিমধ্যেই তাদের পার্টনারশিপ বড় সংগ্রহের স্বপ্ন দেখাতে শুরু করেছে আফগানিস্তানকে। তাদের পার্টনারশিপ ভাঙতে অধিনায়ক সাকিব বারবার বোলিংয়ে পরিবর্তন আনছেন। এমনকি বল হাতে নিয়েছেন সৌম্য সরকার আর মুমিনুল হকও।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ রানের এক অবিচ্ছিন্ন পার্টনারশিপে আফগানিস্তানের সংগ্রহ ১৫৭/৩। রহমত শাহ ৭৫ আর আসগর ৩৬ রানে অপরাজিত আছেন।