রশিদ খানের বিশ্বরেকর্ড, সেরা দশের বাইরে চলে গেলেন মুশফিক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস করত নেমেই বিশ্বরেকর্ড গড়ে বসেছেন রশিদ খান। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে আফগানিস্তান মাত্র খেলছে তিনটি ম্যাচ। টেস্ট ক্রিকেটে নবীন এই দেশটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রমাণ করার পর এবার লঙ্গার ভার্সনে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে আফগানরা। আর সেই দলটির গুরুদায়িত্ব পড়েছে রশিদ খানের উপর।

লাল বলের ক্রিকেটে ২০ বছর ৩৫০ দিন বয়সে অধিনায়কত্ব করে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সবাইকে ছাপিয়ে গেছেন রশিদ খান। সবচেয়ে কম বয়সে টেস্টে অধিনায়কত্ব করার রেকর্ডে সবার উপরে এতদিন ছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ৩৫৮ দিন বয়সে সাদা পোশকের ক্রিকেটে অধিনায়ক হিসেবে টস করতে নামেন টাইবু। সেই রেকর্ড ভেঙে নতুন করে তৈরি করলেন রশিদ খান।

এদিকে রশিদ খান তালিকার প্রথম স্থানে উঠে আসলেও এই তালিকার সেরা দশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২৩ বছর ৫০ দিন বয়সে টেস্টে অধিনায়কত্ব করতে নেমে সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার তালিকায় দশম স্থানে ছিলেন তিনি। রশিদ খান তালিকার প্রথম স্থানে উঠে আসার কারণে সেরা দশ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »