নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একের পর এক চমক দেখিয়ে চলছে রংপুর রাইডার্স।প্লেয়ার ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিদেশী ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ফ্রাঞ্চাইজিটি। পঞ্চম ক্রিকেটার হিসেবে এবার তারা দলে ভেড়ালো শ্রীলঙ্কান মারকুটে ওপেনার পাথুম নিসাঙ্কাকে।
ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ শ্রীলঙ্কান নির্ভীক ওপেনার রাইডার্স পরিবারে যোগ দিতে আসছেন। রোমাঞ্চের সাথে ঘোষণা করছি নিসাঙ্কার সানিং। রংপুর রাইডার্স পরিবারে তোমাকে স্বাগতম।শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে ৩৬টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন নিসাঙ্কা। ঝুলিতে রয়েছে ১ হাজার ১৫ রান। এই ফরম্যাটে ৯ টি অর্ধশতক রয়েছে তার৷
বিপিএলের ৭ম ও ৮ ম আসরে ছিলনা রংপুর রাইডার্স। তবে এবার বেশ প্রস্তুতি নিয়েই বিপিএলে ফিরছেন ফ্রাঞ্চাইজিটি। প্লেয়ার ড্রাফটসের আগে যে কয়জন বিদেশী তারকাকে দলে ভিড়িয়েছেন তারা হলেন, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, সোয়েব মালিক,সিকান্দার রাজা এবং নতুন যুক্ত হলেন পাথুম নিশাঙ্কা।