রংপুরের সাথে সাকিবের চুক্তি বৈধ নয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এ সপ্তম আসর শুরু হবে আগামী ডিসেম্বরে। তবে বিপিএল এর আগে এই বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেয়া। বিশেষত রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে বাইরে মেনে দলে না নেয়ায় এই বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলবলের পর যেন বিতর্ক তুঙ্গে উঠেছে। বিপিএলের দলগুলোর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির নতুন করে চুক্তি হয়নি। আর চুক্তির আগে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার কোনো নিয়ম নেই। আর তাই সাকিবের দল পরিবর্তন ও বিপিএলের নিয়ম নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।

আরেকদিকে রংপুর রাইডার্সের গতবারের আইকন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নাকি কোনো কথাই বলেনি রংপুর রাইডার্স। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল পরিবর্তনের বিষয়টি নাকি সাকিব ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষকে জানায়নি।

তবে আজ বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে যেহেতু ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিসিবির তাই নতুন করে আবারো চুক্তি করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। আর নতুন নিয়ম অনুযায়ী গত আসরের কোনো খেলোয়াড় আর থাকছে না। আর তাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চুক্তিও বৈধ‌ নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »