https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের দ্বাদশ আসরে ফর্মের তুঙ্গে ছিলেন সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়ে নিজের সেরা বিশ্বকাপটাই যেন খেলেছেন সাকিব। বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে সেমি ফাইনালের আগেই ছিটকে গেলেও সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আরও একট রেকর্ডে নাম লেখিয়েছেন সাকিব। বিশ্বকাপে এতদিন পর্যন্ত এক আসরে ৭টি অর্ধশতক হাঁকিয়ে সবার উপরে ছিলেন শচীন টেন্ডুলকার। এবার শচীনের পাশে নাম লেখিয়ে এই তালিকায় তার পাশে রয়েছেন সাকিব।
অবশ্য সাকিব এগিয়ে আছেন এক দিক দিয়ে। শচীন ৭টি অর্ধশতক হাঁকাতে খেলেছেন এক টুর্নামেন্টে ১১টি ম্যাচ। ২০০৩ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন শচীন। তবে সাকিব মাত্র ৮ ম্যাচ খেলেই এই রেকর্ড নিজের দখলে নিয়েছেন সাকিব।