যে প্রশ্নের উত্তর জানা নেই মাশরাফির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ দল প্রত্যাশা নিয়ে গিয়েছিল সেমি ফাইনাল খেলার। সেই আশা পূরণ হয়নি। শেষের দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে হেরে দ্রুতই দেশের বিমান ধরতে হচ্ছে মাশরাফি বাহিনীর।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রশ্ন করা হয় বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে। মূলত ২০০৯ সালে সালে শ্রীলঙ্কা দলের উপর নারকীয় হামলার পর থেকেই পুরো দস্তুর ক্রিকেট আয়োজন থেকে নির্বাসনে রয়েছে পাকিস্তান।তবে এশিয়া কাপের আগামী আসর আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আগেই।

পাকিস্তান সফর সম্পর্কে করা মাশরাফিকে ওই প্রশ্নের জবাবে মাশরাফি জানান, ‘পাকিস্তানের বিপক্ষে খেলতে হলে এখন আমাদের আরব আমিরাতে যেতে হয়। আমাকে আসলে এমন একটা প্রশ্ন ক্রেছেন যা দুই বোর্ডকে জিজ্ঞেস করলেই ভালো হয়। তারাই সব আয়োজন করে। আমরা আয়োজনকারী নই। সত্যি বলতে এটা এমন একটা প্রশ্ন যেতার উত্তর আমি দিতে পারব না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »