নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার কবলে পড়ে এই মুহুর্তে বাইশ গজের বাইরে অবস্থান করছেন বাংলার পোস্টার বয় “সাকিব আল হাসান”।জুয়াড়ির দেওয়া ফিক্সিং প্রস্তাব নাকচ করে দিলেও বিষয়টি আইসিসি থেকে গোপন রাখার অভিযোগে অভিযুক্ত করে সাকিবের ১ বছরের শাস্তি এখনো চলমান।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৯ই অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো বাইশ গজে ফিরবেন সাকিব।
বিশ্ব ক্রিকেটের এই পোস্টার বয় নিষেধাজ্ঞার কবলে পড়ার আগে সারাবিশ্ব ধাপিয়ে বেড়িয়েছেন, ব্যাটে-বলে সারাবিশ্বকে দেখিয়েছেন নিজের সামর্থ্য।ক্রিকেটের খাতিরে সারাবিশ্ব চষে বেড়ানো সাকিব আল হাসান কোথায় খেলতে ভালবাসেন? কোন ভেন্যু গুলো সাকিবকে চম্বুকের ন্যায়ে টানে সে কথাই এবার জানা গেল সাকিবের মুখ থেকে।
ফেসবুক লাইভে জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড মাইলসের শিল্পী শাফিন আহমেদ সাকিবকে এই ব্যাপারে প্রশ্ন ছুড়ে দিলে তার উত্তরে সাকিব জানান: আমি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলতে ভালবাসি।এই দেশ গুলোর ক্রিকেটীয় সংস্কৃতি অসাধারণ।সেখানে খেলার মজাই আলাদা।আমি দেশ গুলোতে খেলতে ভালবাসি ও সবসময় খেলতে মুখিয়ে থাকি।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলতে পছন্দ করা সাকিবের কাছে অবশ্য সবচেয়ে প্রিয় ভেন্যু ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।ওইখানকার ভেন্যু গুলোর আশেপাশের সৌন্দর্য সাকিবকে সবসময় টানে।প্রিয় ভেন্যুর কথা জানাতে গিয়ে সাকিব জানান: আমার সবচেয়ে ভাল লাগে ওয়েস্ট ইন্ডিজের মাঠ গুলোতে খেলতে।সেখানে খেলার সময় আশেপাশের মনোরম পরিবেশ ও দ্বিপ গুলোর জন্য সবসময় একটা বাড়তি আমেজ থাকে।হোটেল গুলোও সব সৈকতের পাশে।ওইখানে খেলাটা আমি সবসময় উপভোগ করি।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর /এম.আই.আই