https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে তামিম-মুশফিকরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে যাচ্ছে।
গতকাল (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামিম কবির পরলোক গমন করেন। মূলত তাকেই শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে কালো আর্মব্যান্ড ধারন করে মাঠে নামতে যাচ্ছে পুরো বাংলাদেশ দল।
পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করার পর আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ক্রিকেট খেলার সামর্থ্য প্রমাণের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাব থেকে প্রতিনিধি পাঠানো হয় ইংল্যান্ড থেকে। ১৯৭৭ সালের সেই আনঅফিসিয়াল তিন দিনের ওই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম অধিনায়কত্ব করার সুযোগ হয় শামিম কবিরের।
এর আগে ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শামিম কবিরের। দীর্ঘ সময় বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে।