https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক টিম ইন্ডিয়ার কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। তবে ঠিক কি কারণে এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি সেটা নিয়ে সৃষ্টি হয়েছিল ধুম্রজাল।
কখনও তার অবসরের গুঞ্জন আবার কখনও বলা হিয়েছিল ফর্মে না থাকাতেই ধোনি জায়গা পাচ্ছেন না দলে। কিন্তু এবার জানা গেল আসল রহস্য।
গত বিশ্বকাপের সময় পিঠে পাওয়া চোটের কারণে মূলত মাঠের বাইরে রয়েছেন তিনি। সেই ইনজুরি কিছুটা কমে আসলেও পুনরায় কব্জির ইনজুরিতে পড়ে ক্রিকেট থেকে কিছুটা দূরে রয়েছেন এই ক্যাপ্টেন কুল। ইনজুরির কারনেই উইন্ডিজের বিপক্ষে সিরিজ ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ দল ভারতে পাড়ি জমাবে টেস্ট ও টি-২০ সিরিজ খেলার জন্য।