https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অনন্য,অসধারণ, দুর্দান্ত যে উপমায়ই ব্যাখ্যা করা হোক না কেন এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ম্যাচটি যে ছিল উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি তা আর বলার অপেক্ষা রাখে না। সূচনাটা করে দিয়ে যান তামি এবং সৌম্য বাকি কাজটা সেরে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা লিটন কুমার দাস।
লিটনের বিশ্বকাপে অভিষেক ম্যাচে ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলায় ম্যাচ শেষে তার প্রশংসা করতে ভুলেননি সাকিব। তিনি বলেন, যখন আমি আর তামি ব্যাটিং করছিলাম তখন তামিমকে বলি আমরা যদি দুজনে টিকে থাকার চেষ্টা করি তাহলে ম্যাচ শেষ করে আসতে পারব। কিন্তু তামিম রানআউট হয়ে যায়।’
লিটনকে সাথে নিয়ে ১৮৯ রান্র জুটি গড়ার পর লিটন সম্পর্কে সাকিবের ভাষ্য, ‘তামিম ফিরে গেলেও লিটনকে নিয়েই আমরা জয়ের বন্দরে পৌঁছে যেতে পেরেছি। লিটনকেও বলেছি টিকে থাকার জন্য। কারন তারা প্রচুর বাজে বল করছিল। এখানে টিকে থাকলে রান আসবে।’
‘উইকেট বেশ ভালো ছিল আমি জানতাম। তবে লিটনের ব্যাটিং দেখে সত্যিই আমি মুগ্ধ। আগের তিন ম্যাচ বাইরে থাকার পর বিশ্বকাপে এটাই তার প্রথম ম্যাচ। সেখান থেকে চাপ নিয়েও এমন খেলেছে যে প্রসংসা যতই করি কম হয়ে যাবে।’
ক্যারিবিয়দের বল সম্পর্কে তিনি সাকিব বলেন, ‘উইকেট খুবই ভালো ছিল। তারা শর্ট বল করছিল নাহয় ফুলার লেন্থ করছিল। কিছু সময় ভালো বলও করেছে। কিন্তু আমাদের এপ্লিকেশনতা থিক ছিল বলে কোনো সমস্যা হয়নি।’