যু্‌ব বিশ্বকাপের শেষ চারে এশীয়দের আধিপত্য

সাজিদা জেসমিন »

চলছে আইসিসি অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপের আসর। এতে অংশ নিয়েছে ১৬টি দল। যার ভিতরে শেষ চারে রয়েছে এশিয়া মহাদেশের ৩টি দল। ভারত কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে নক-আউটের টিকিট নিশ্চিত করে নিয়েছে। অপরদিকে পাকিস্তান, আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

এবারের আসরে স্বাগতিক প্রোটিয়াদের ১০৪ রানে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিতে যাওয়া অপর দল হলো নিউজিল্যান্ড অনূর্ধ্ব -১৯ দল। যুব ক্যারিবীয়দের হারিয়ে তারা জায়গা নিশ্চিত করেছে।

সেমিতে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজল্যান্ড। এর আগে প্রথম সেমিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

আগামী ৪ঠা ফেব্রুয়ারি ১ম সেমি ফাইনালে পচেফস্ট্রুমে ভারতের বিরুদ্ধে লড়াই করতে নামবে পাকিস্তান। আর কিউইদের বিপক্ষে আগামী ৬ ফেব্রুয়ারী লড়বে বাংলাদেশ যুব দল। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »