যুব বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াডে নাসিম শাহ

মমিনুল ইসলাম »

আগামী বছরের জানুয়ারীতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে গত ২ ডিসেম্বর নিজেদেী স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান চ্যাম্পিয়ান ভারত। ভারতের পর যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোড়ড পিসিবি। উইকেট রক্ষক বয়াটসময়ান রাহেল নজিরকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

যুব বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়েছে সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক হওয়া তরুণ পেস বোলার নাসিম শাহ। অজিদের সাথে অভিষেক হওয়া ১৬ বছর বয়সী পেসার এমনিতেই রয়েছে নাসিম শাহ। তবে বল হাতে খুব বেশি সফলতা পাননি নাসিম শাহ। তবে নাসিম শাহকে নিয়ে বেশ আশাবাদী ক্রিকেট কর্তারা।

তরুণ পেসার নাসিম শাহের পাশাপাশি দলে রয়েছে আমির খান ও তাহির হুসাইন। নাসিম শাহ, আমির খান ও তাহির হুসাইনের জুটিতেই আস্থা রাখছে পাকিস্তান দল। বর্তমান দলে তিন জনই বেশ প্রতিভাবান পেস বোলার তাই তো বেশ ভালো একটা পেস অ্যাটাক নিয়েই যুব বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান দল ।

যুব বিশ্বকাপের দলে জায়গা সবাইকে অভিনন্দন জানিয়েছেন যুব দলের সিলেকশনের প্যানেলোর চেয়ারম্যান সেলিম জাফর। তবে যারা এবারের যুব বিশ্বকাপে সু্যোগ পাননি তাদেরও হতাশ না হতে আহ্বান জানিয়েছেন সেলিম জাফর।

আগামী ১৯ জানুয়ারী স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের যুব বিশ্বকাপ মিশন। যুব বিশ্বকাপের সি গ্রুপে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও সি গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

যুব বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড :

রাহেল নাজির (অধিনায়ক ও উইকেটরক্ষক) , আব্বাস আফ্রিদি, আমির খান, নাসিম শাহ, তাহির হুসাইন, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরায়রা, কাশিম আকরাম, আব্দুল ওয়াহিদ, আমির আলি, ফাহাদ মুনির, আরিশ আলি, হায়দার আলি, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ শেহজাদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »