ম্যানচেস্টার টেস্টে ওকসের বদলে সেরা একাদশে ওভারটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসবে সেটা আগেই শোনা যাচ্ছিল। কারণ এই টেস্টের মাধ্যমে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন স্টিভেন স্মিথ। এছাড়া এই টেস্টের জন্য ডাক পেয়েছেন পেসার মিচেল স্টার্ক। জেমস প্যাটিনসনকে দেওয়া হয়েছে বিশ্রাম।

অন্যদিকে ইংল্যান্ড দলপতি জো রুট নিশ্চিত করলেন পেসার ক্রেইগ ওভারটন খেলবেন ম্যানচেস্টারের ওল্ড-ট্র্যাফোর্ডে, অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে। ক্রেইগ ওভারটনকে সুযোগ করে দিতে বাদ পড়তে হয়েছে অলরাউন্ডার ক্রিস ওকসকে। ক্রিস ওকসের জায়গায় সেরা একাদশে ঢুকছেন ওভারটন।

লিডস টেস্টে দারুণ এক জয় পাওয়া ইংল্যান্ড দলে এই একটিই পরিবর্তন। ক্রেইগ ওভারটনের অভিষেক হয় ২০১৭-১৮ অ্যাশেজে। অভিষেক ম্যাচেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে বোল্ড করেন তিনি।

এখন পর্যন্ত ৩ টেস্ট খেলা ওভারটনের উইকেট সংখ্যা ৭। এছাড়া একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়েছিলো অভিষেক, সেই ম্যাচে কোন উইকেট না পাওয়া এই পেসারের আর সুযোগ আসে নি রঙিন পোষাকে।

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ: রবি বার্নস, জো ডেনলি, জেসন রয়, জো রুট (অধি), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জস বাটলার, জফরা আর্চার, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।

ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধি ও উইকেটরক্ষক), জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন, প্যাট কামিন্স ও পিটার সিডল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »