ম্যাচ সেরার পুরস্কার ক্ষুদে ভক্তকে উৎসর্গ করলেন ওয়ার্নার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৭তম ম্যাচে অস্ট্রেলিয়া দল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। প্রথমে ব্যাট করতে নামা অজিরা অ্যারোন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ফিঞ্চ সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে প্যাভিলিয়নের পথ ধরলেও ১১১ বলে ১০৭ রানের এদক দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

বল টেম্পারিং কাণ্ডের পর অজি দলে ফিরে প্রথম সেঞ্চুরি করেন ওয়ার্নার। ব্যাট হাতে সমালোচকদ্দের সমুচিত জবাব দেয়ার দিন বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয়ও তুলে নিয়েছে অজিরা। ফলে অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে ডেভিড ওয়ার্নারের হাতে।

কিন্তু ম্যাচ সেরার এই পুরস্কারটি নিজে নিয়ে যাননি ওয়ার্নার। তার এক ক্ষুদে ক্রিকেট ভক্তকে সেই পুরস্কার দিয়ে দেন তিনি।

ওয়ার্নারের ম্যাচ সেরার পুরস্কার পাবার পর ওই ক্ষুদে ভক্ত নিজের অনুভূতি প্রকাশ করে বলে, ‘এটা সত্যিই দারুণ। দলকে সাহস এবং সমর্থন দিতেই আমরা এসেছিলাম। আমার প্রিয় ক্রিকেটারের হাত থেকে তারই ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার অনুভূতি অসাধরণ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »