নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ-আয়ারল্যান্ড-উইন্ডিজ তিন জাতির এই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে একবারের বিশ্বকাপ জয়ী উইন্ডিজ এবং আসন্ন বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়া আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে তিন তরুণের অভিষেক ঘটিয়ে ইংল্যান্ডকে কাপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দল আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নাকানিচুবানি খেয়েছিল উইন্ডিজ। তাছাড়া ঘরের মাঠে কন্ডিশনের সুবিধা তো রয়েছেই।
অন্যদিকে উইন্ডিজ দলের বিশ্বকাপ স্কোয়াডে আন্দ্রে রাসেল, ক্রিস গেইলরা থাকলেও ত্রিদেশ্যিয় সিরিজের দলে নেই তারকা ক্রিকেটারদের নাম। ব্যাট হাতে দুর্দান্ত থাকা শাই হোপের দিকে তাই ভরসাটা একটু বেশিই থাকবে উইন্ডিজের।
দুই দলের সম্ভাব্য একাদশ:
উইন্ডিজ: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শাই হোপ, জোনাথান কার্টার, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, সুনিল এমব্রিস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।
আয়াল্যান্ড: উইলিয়াম পোর্টালফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ডি বালবিরনি, লোরকান টাকার, কেভিন ও’ব্রাইন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক এডায়ার, জস লিটল, টিম মারটাগ, বড রানকিন।
আজ বিকাল ৩:৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।