ম্যাককুলাম-ফিঞ্চকে ছাপিয়ে রেকর্ডের পাতায় অ্যালিসা হিলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো অজি নারীরা। সিডনির নর্থ সাউথ ওভালে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩২ রানে হারিয়েছে অজি নারী দল।

হোয়াইট ওয়াশ কিংবা ১৩২ রানে হারানোকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি এক বিধ্বংসী ইনিংসের কথা। একটি বিধ্বংসী ইনিংসেই রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তান্ডব চালাচ্ছিলেন লঙ্কান বোলারদের উপর। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে অজিরা সংগ্রহ করে যেখানে অ্যালিসা হিলি ১৯ চার ও ৭ ছক্কার সাহায্যে ৬১ বলে করেন অপরাজিত ১৪৮ রান। অ্যারন ফিঞ্চের ৪৭ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে মাত্র ৪৬ বলে তুলে নেন শতক।

নারীদের টি-২০ ক্রিকেটে এটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এমন কি ছেলেদের রেকর্ডও নিজের দখলে নেন। এক শতকেই রেকর্ডের পাতায় বড় পরিবর্তন আনেন। একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত রানের ইনিংসের দিক থেকে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলামের সর্বোচ্চ ১২৩ রানের ইনিংসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম বসিয়ে দেন হিলি।

এছাড়াও মেগ লেনিংয়ের করা অপরাজিত ১৩৩ রানের ইনিংসকে পিছনে ফেলে মেয়েদের সর্বোচ্চ ব্যক্তিগত টি-২০ ইনিংস উপহার দেন হিলি। আর মেয়েদের টি-২০ ক্রিকেটে অপরাজিত ১২৬ রান করে সর্বোচ্চ রানের ইনিংসে তৃতীয় স্থানে ক্যালিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »