নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএল এ-র প্লেয়ার্স ড্রাফট। প্রায় প্রত্যেকটা দলই মুষ্টিমেয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে। সিলেটের হয়ে প্রতিনিধি দল সিলেট থান্ডার। সিলেট থান্ডারের টিম ম্যানেজমেন্ট ও টিম স্পন্সর জিভানি ফুটওয়্যার কোম্পানি।
প্রত্যেকটি দলের মতো দেশি ও বিদেশি টি-২০ স্পেশালিস্ট খেলোয়াড়দের সমন্বয়ে ১৩জনকে দলে ভিড়িয়েছে সিলেট থান্ডার। সর্বপ্রথম রাউন্ডে মোসাদ্দেক হোসেন সৈকত কে দলে নিয়েছে দলটি। এরপর প্রথম রাউন্ডে দলে ভিড়ায় মোহাম্মদ মিঠুনকে। ৯জন দেশি এবং ৪জন বিদেশি প্লেয়ার বাছাই করেছে দলটি।
দেশীয় খেলোয়াড়দের মধ্যে আছেন স্পিনার নাঈম হাসান, সোহাগ গাজী,নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান ও রুবেল মিয়া। আর বিদেশিদের তালিকায় আছেন উইন্ডিজ তারকা শেরফান রাদারফোর্ড, আফগানের শফিকউল্লাহ শাফাক,নাভীন উল হক এবং লঙ্কান জীবন মেন্ডিস।
সিলেট থান্ডার স্কোয়াড :
দেশি : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, নাঈম হাসান, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান এবং রুয়েল মিয়া।
বিদেশি : শেরফান রাদারফোর্ড, শফিক উল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস।