ক্রীড়া ডেস্ক »
বিগব্যাশে নিয়মিত মুখ নবী – রশিদ খান। তাই মেলবোর্নে এর আগেও অনেকবার তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। আফগানিস্তান দলের বাকী খেলোয়াড়দের সেই সুযোগ হয়নি কখনো।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিলো অনেকটাই। কিন্তু বৃষ্টির বাঁধায় সেই আশা পূরণ হয়নি আফগান ক্রিকেটারদের। একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি। যার ফলে, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়রা। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দলেই।
মেলবোর্নে না খেলতে পেরে আক্ষেপ করেছেন আফগান অধিনায়ক নবি। তাদের কিছু করার ছিলনা। তাই মনোযোগ দিতে চান পরের ম্যাচে। নবি বলেন, ‘ চমৎকার এই মাঠটিতে না খেলতে পেরে অনেক হতাশ হয়েছি। আমি ও রশিদ এখানে অনেক ম্যাচ খেললেও অন্যদের সুযোগ হয়নি৷ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলো খেলার জন্য । তা হয়নি। তাই আমাদের মনোযোগ এখন পরবর্তী ম্যাচে ‘।
এর আগে চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ ইউকেটে হারে আফগানরা। তারপর বৃষ্টির কারনে তাদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয় ।