মেঘাফ্যানের চিকিৎসার দায়িত্ব নিলেন পান্ডিয়া!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সারাবিশ্বে ক্রিকেট নিয়ে যেমন মাতামাতি হয় অনুরূপ ভাবে পছন্দের ক্রিকেটারকে ঘিরেও ভক্তদের উন্মাদনার শেষ নেই।বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রিকেটারদের পাগল ফ্যান সংখ্যায়।
শচিন টেন্ডুলকারের পাগল ভক্ত সুধির গৌতমের কথা তো সবারই জানা।প্রিয় ক্রিকেটার শচিনকে ভালবেসে তার ভালবাসার পাগলামী কম ছিল না।
এবার সন্ধান পাওয়া গেল ভারতের পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ায় মেঘাফ্যান মুগুনথানের।

পান্ডিয়ার এই অন্ধ ভক্ত পান্ডিয়ার আবার জাতীয় দলে ফিরে আসার জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনার পাশাপাশি শরিরের বিভিন্ন অংশে প্রিয় মানুষটির নামে ১৬ টি ট্যাটু করিয়েছেন।শুধু তাই নয় ব্যক্তিগত জীবনেও নিজের স্টাইল হুবুহু পান্ডিয়াকে অনুসরণ করেই করেন তিনি।

সাম্প্রতি ভারতের ধরমশালায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দেখতে ধরমশালায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আপাতত বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
তবে ডাক্তারের ভাষ্যমতে এখনো পুরোপুরি বিপদমুক্ত নন মুগুনথান।

এইদিকে নিজের মেঘাফ্যানের এমন করুণ ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া। মুঠোফোনে মুগুনথানের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসার সমস্ত খরচ নিজে বহন করার আশ্বাস দেন পান্ডিয়া,এবং নিজের মেঘাফ্যানের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »