নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি বিশ্বকাপে সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে আজ নিজেদের ৫ম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টাইগার বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান নতুন মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশের হয়ে ২৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০তম ম্যাচ কেলার গৌরব অর্জন করলেন।
২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে ওয়ানডে অভিষেক হয় কাটার মাস্টার খ্যাতি পাওয়া মুস্তাফিজুর রহমানের। আজ ওয়ানডে ক্রিকেটে ঠিক চার বছর পূর্ণ করলেন দ্য ফিজ।আর এই দিনেই টাইগারদের হয়ে নিজের ৫০তম ম্যাচটাও খেললেও এই বাঁহাতি পেসার।
লাল-সবুজ জার্সিতে সর্বোচ্চ ২১১ ম্যাচ খেলেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় সর্বোচ্চ ২০৯ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এরপরে সাকিব আল হাসান ২০২, তামিম ইকবাল ১৯৭, মাহমুদউল্লাহ রিয়াদ ১৭৯, মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচ খেলেছেন।
২০১৮ সালের পর থেকে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মুস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারে ৪৮ ইনিংসে ২৩.৪৩ গড়ে ৮৭টি উইকেট নিয়েছেন ফিজ। যেখানে তার সেরা বোলিং ফিগার ৪৩/৬। ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনবার, ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন আরও তিনবার।