মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অভিষেকের পর বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আতঙ্কের নাম মুস্তাফিজ। দুর্দান্ত কাটার এবং স্লোয়ারে নাস্তানাবুদ হয়েছে ব্যাটসম্যানরা। তবে,বোলিংয়ে ধার এখন আর আগের মতো নেই মুস্তাফিজের।

চলতি ভারত সফরে বল হাতে ছন্নছাড়া মুস্তাফিজ। রাজকোটে দ্বিতীয় ম্যাচে বল হাতে সবচেয়ে খরুচে মুস্তাফিজ। ৩.৪ ওভার বল করে ৩৫ রান দিয়েছেন।

বিগত বছর ধরে বল হাতে ছন্নছাড়া মুস্তাফিজ। বল হাতে খরুচে বোলিং, পাচ্ছেন না প্র‍য়োজনের সময় উইকেট; যখন উইকেট পাচ্ছেন ততোটা প্রয়োজনের সময় না। বল হাতে উজ্জ্বল না হলেও মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা নেই হেড কোচ রাসেল ডোমিঙ্গোর।

মুস্তাফিজকে নিয়ে ডোমিঙ্গো বলেন, “না, আমি তাকে নিয়ে মোটেও উদ্বিগ্ন নই। সে মানসম্পন্ন একজন বোলার। কখনো কখনো দেখা যায় ব্যাটসম্যানরা ২-৩ ম্যাচ রান পাচ্ছে না। এই ফরম্যাটে বোলিংয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটে। মুস্তাফিজের সাথেও তাই হচ্ছে।”

রাজকোটে দ্বিতীয় ম্যাচে শিশির থাকায় বল করা সহজ ছিল না। রাসেল ডোমিঙ্গো বলেন, “বোলাররা বেশ চাপে থাকে, বিশেষ করে এরকম ভেজা বলে খেলতে গেলে। তার উপর উইকেট ব্যাটিং বান্ধব, ব্যাটসম্যানরাও উচ্চ মানের। তাই এটা হতেই পারে। আমরা উদ্বিগ্ন নই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »