নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যেখানে স্পষ্ট ছিল তামিম-সৌম্য ওপেনিং জুটির ব্যর্থতা। সাথে মিডল অর্ডারে মুশফিক-সাব্বির কিছুটা লড়াই চালিয়ে গেলেও সেটা ফলপ্রসূ হয়নি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে এসেও ব্যাটসম্যানদের আবারও সেই একই রূপ। এবার মুশফিক ৯৮ রানে অপরাজিত থাকলেও ব্যর্থ ছিল সেই ট অর্ডার। মিডল অর্ডারে কিছুটা সঙ্গ কেবল দিতে সক্ষম হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচটিতেও তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির হার ৭ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে ব্যাটিং করতে গিয়ে রীতিমত খাবি খেয়েছে সেখানে লঙ্কান ব্যটসম্যানরা ছুটিয়েছেন রান ফোয়ারা। তাই বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম জানালেন প্রথম ১০ ওভারেই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের।
মুশফিক বলেন, ‘এখানে ভালো শুরুটা জরুরি ছিল। ২৭০-২৮০ রান করতে পারলে হয়তো ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারতো। এটাকে চ্যালেঞ্জিং স্কোর ধরে নিয়েছিলাম যদি আমরা শুরুতে ভালো বল করতে পারি। কিন্তু প্রথম ১০ ওভারে আমরা বোলিং করতে পারিনি। তারা জানতো আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলছি যা পরবর্তিতে কঠিন হয়ে যেত। এজন্য তারা প্রথম ১০ ওভারকেই টার্গেট করে খেলেছে। আমার মনে হয় ব্যাটিং এবং বোলিং প্রথম ১০ ওভারেই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’