মুশফিকের চোখে এটাই সেরা সাফল্য!

সাজিদা জেসমিন »

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস বহু পুরোনো। তবে প্রাপ্তির খাতা ব্যর্থতাই যেন সবচেয়ে বেশি। এতোদিনেও জাতীয় দলের লিস্টে যোগ হয়নি কোন আন্তর্জাতিক ট্রফি। টানা তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও অল্পের জন্য অধরা রয়ে গেছে ট্রফি জয়ের স্বপ্ন।

বার বার হারতে হারতে ট্রফি ক্ষুধা যেন খুব পীড়া দিচ্ছিলো সবাইকে। যতোই দিন যাচ্ছিলো অপেক্ষার প্রহর যেন আরো বাড়ছিলো। বাংলাদেশ ক্রিকেটের এমন দুর্দিনে আশার আলো জুগিয়েছে জুনিয়র টাইগাররা।

রুদ্ধশ্বাস ফাইনালে সেরাদের কাতারে থাকা ভারতকে হারিয়ে, আকবর আলীর দল দেশকে এনে দিয়েছে প্রথম আন্তর্জাতিক শিরোপা। আর সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তির খাতায় যুক্ত হলো প্রথম আন্তর্জাতিক ট্রফি।

দুর্দান্ত এ-ই অর্জনকে ক্যারিয়ারে দেখা সর্বসেরা সাফল্য বলে মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জুনিয়রদের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমার জীবনের সেরা সাফল্যগুলোর একটি। এই ছেলেরা আমাকে অন্যান্য যে কোনো সময়ের চেয়েও বেশি গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টাররা।’

এর পূর্বে ম্যাচ শেষ হওয়ার পরপরই যুবা টাইগারদের জয়োল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করে মুশফিক লিখেন- ‘আলহামদুলিল্লাহ! মাশাআল্লাহ বাঘেদের দল। আমি সত্যিই অনেক বেশি গর্বিত। অনেক অনেক অভিনন্দন ড়ইলো অধিনায়ক আকবর এবং তার দলের প্রতি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »