নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ দুপুর দুইটায় ভারতের উদ্দ্যেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সফরকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়। টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় টেস্ট ও টি-টোয়েন্টি দলের জন্য অস্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করা হয়।
ভারত সফরে টেস্ট দলের দায়িত্ব থাকছে লিটল মাষ্টার মুমিনুল হক সৌরভের উপর আর ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টোয়েন্টির দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলে স্থায়ীভাবে অধিনায়কত্ব করার রেকর্ড না থাকলেও অধিনায়কত্ব করেছেন অস্থায়ী ভাবে ভিন্ন ভিন্ন সিরিজে। তবে ঘরোয়া লিগ কিংবা বিপিএলে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রিয়াদের।
রিয়াদ অভিজ্ঞ হলেও অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে টেস্ট দলের নতুন অধিনায়ক মুমিনুল হক। এখন পর্যন্ত জাতীয় দলের কোন ফরম্যাটে অধিনায়কত্ব করার রেকর্ড নেই তার। তবে ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে প্রায়শই অধিনায়কত্ব করেন মুমিনুল হক। এছাড়াও গত মাসে শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে বাংলাদেশ-এ দলের হয়ে অধিনায়কত্ব করেন তিনি। পারফরম্যান্সও খুব একটা বেশি খারাপ ছিলো না। তবে প্রশ্ন থেকে যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকদের মত অভিজ্ঞদের রেখে কেন বোর্ডের এমন সিদ্ধান্ত?
এমন প্রশ্নের জবাব দিয়েছেন আকরাম খান। তবে এর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন যে অধিনায়ক করার ব্যাপারে নির্বাচকদের কোন হাত নেই যা করার সব বোর্ড করে। নান্নুর এমন কথার পরিপেক্ষিতে বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে লঙ্গার ভার্সনে মুমিনুলকেই বোর্ডের পছন্দ।
মুমিনুলকে দায়িত্ব দেয়ার ব্যাপারে আকরাম খান বলেন, ‘টেস্ট ক্রিকেটে মুমিনুল হক বেশ ভালো অবস্থানেই রয়েছে। অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রেখেছি কারা আমাদের দলকে বেশি সার্ভিস দিতে পারবে। গত মাসের শ্রীলঙ্কা সফরেও সে ভালো পারফর্ম করেছে। সব কিছু ভেবে চিন্তেই তাকে আমরা অধিনায়ক করেছি।’