মুজিব ভবনে দেখা মিললো আপ্লুত এক তামিমের!

সানিউজ্জামান সরল »

গতকাল (৮ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী। তবে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা এ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ কোন কিছু দেখা যায় নি। এমনকি বিদেশি শিল্পী বা তারকাদের ভীড়ে দেশিরা ছিলেন অত্যন্ত মলিন। তবে সবকিছু বাদ দিলে, জমকালো এক উদ্বোধনীই উপভোগ করেছে দেশবাসী।

আর মাত্র এক দিনের অপেক্ষা। আর তারপরেই বেজে উঠবে বিপিএলের ৭ম আসরের দামামা। গতকাল উদ্বোধনীর আমেজ শেষে আজ থেকে প্রত্যেকটা দলই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে। সব দলের মতো ঢাকা প্লাটুনও সকালে গাঁ গরম করেছে।

সকালে অনুশীলন শেষ করে হঠাৎ করেই তারা ছুটে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িতে। মাশরাফি-তামিমের নেতৃত্বে ঢাকা প্লাটুনের সকল সদস্যরাই যায় বঙ্গবন্ধুর বাড়িতে।

সেখানে গিয়ে সব ক্রিকেটারই যেনো আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তবে তামিম ইকবালকে দেখা গেলো একটু বেশিই আপ্লুত। তার মুখ যেনো ছিলো একেবারে মলিনতা মাখা।

আবেগে আপ্লুত তামিম এ সময় জানান, ‘আসলে আমার অনেক কিছুই অজানা ছিলো। মানে এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখানে এসে আমি অনেক কিছুই জানলাম এবং দেখলাম। সত্ত্যি বলতে, যখন ১৫ আগস্টের ভয়াল দৃশ্যগুলো আমার নজরে পড়লো ঠিক তখন আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম।’

প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে সূচনা ঘটবে বঙ্গবন্ধু বিপিএলের। এর আগে আর একদিন অর্থাৎ ১০ তারিখে ক্রিকেটাররা পাচ্ছে শেষদিনের মতো তাদের প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »