https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচকে সামনে রেখে মিরপুরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের একটি ম্যাচ খেলছেন। যেখানে প্রথম দিনে ব্যাট হাতে ১০৭ রান করার পর দ্বিতীয় দিনে এসে বল হাতে জাদু দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৪ রানের বিনিময়ে পকেটে পুরেছেন ৩টি উইকেট! লাল দলের হয়ে এই অগ্নিঝরা বোলিং দেখিয়েছেন তিনি।
গত বিশ্বকাপের আগে থেকেই চোট বয়ে বেড়াচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে বিশ্বকাপেও বল হাতে দেখা যায়নি তাকে। ব্যাট হাতে চেষ্টা করে গেছেন ঠিকই কিন্তু সেটা কাজে আসেনি খুব একটা। কিছুটা নিষ্প্রভ পারফরম্যান্সের কারনে দলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে।
আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই যেন সমালোচকদেরকে মোক্ষম জবাবটা দিয়ে দিলেন রিয়াদ। বল এবং ব্যাট হাতে এমন পারফরম্যান্স দেখানোর পর স্বভাবতই মানসিক দিক থেকে কিছুটা উজ্জীবিত থাকবেন তিনি। তাই আফগানদের বিপক্ষে ম্যাচেও বল হাতে ভেল্কি দেখাতে পারেন এই অলরাউন্ডার।