মাশরাফি-সাকিবের বিকল্প কারা হচ্ছেন?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেটকে প্রায় এ যুগেরও বেশি সময় ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন পঞ্চপাণ্ডব খ্যাত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ। তবে সময়ের সাথে সাথে ধার করে কমে এসেছে বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফির। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও ইতোমধ্যেই খেলে ফেলেছেন তিনি। দেশের মাটিতে পরবর্তী যেকোনো সিরিজেই অবসরের ঘোষণা দিবেন মাশরাফি।

অন্যদিকে আগামী বিশ্বকাপে যদি পঞ্চপাণ্ডবের আরও দুয়েকজন সদস্য কাটা পড়েন দল থেকে তাহলে কিছুটা ভঙ্গুর অবস্থাই হয়তো হতে পারে বাংলাদেশ দলকে। কিন্তু দলের সিনিয়র ক্রিকেটারের ঘাটতি পূরণে কতটা সতর্ক বোর্ড? কিংবা সেই ঘাটতি পূরণ কররার ক্ষেত্রে বিকল্প খেলোয়াড় কতটা রয়েছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন সেই কথা।

পাপন জানান, ‘আমাদের দুইজনের বিকল্প নেই। অধিনায়ক হিসেবে মাশরাফি আর খেলোয়াড় হিসেবে সাকিব। বাকিদের বিকল্প কিন্তু আছে। বাকিদের বিকল্প খুঁজলে হয়তো পাব কিন্তু এই দুইজনের বিকল্প পাওয়া নিয়ে আমার সন্দেহ আছে।’

বিশ্বকাপে মাশরাফির এমন হতশ্রী পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে বিসিবি বস বলেন, ‘মাশরাফি আমাদের অধিনায়ক ছিল। সে ভালো নাও করতে পারে এটা আমাদের জানা ছিল। এমন কন্ডিশনে সে ভালো করতে পারবে না সেটা আমাদের জানা ছিল।’

‘ফ্ল্যাট উইকেট, বাউন্সি, পেসও কম ছিল তবে সে চেষ্টা করেছে। সে ইনজুরড এটা জানি আমি। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকেই সে গ্রেড টু টিয়ার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »