https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
গত বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে সফল একটি আসর শেষ করার বিশ্বকাপের এবারের আসরেও টাইগারদের অধিনায়কত্ব রয়েছে মাশরাফির হাতেই। চোটের সাথেই যার সন্ধি সেই মাশরাফি কী আর আর চোট মুক্ত থাকতে পারেন। ডজন খানেকবার শল্যবিদের ছুরির নিচে গিয়েও ক্রিকেটকে রক্তের সাথে মিশিয়ে লড়ে যাচ্ছেন।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন চোট নিয়ে। ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন কিছুটা ভুগছেন সাইড স্ট্রেনের ইনজুরিতে। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য মাশরাফি জানিয়েছিলেন ছোটখাটো চোটকে পাত্তা দিতে চান না তিনি।
ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ২ জুন ইনজুরি নিয়ে মাঠে নামছেন তিনি। তবে মাশরাফির ইনজুরি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি দলের ফিজিওর পক্ষ থেকে। বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হয়নি।