মাশরাফি’কে দলে নেওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল (রবিবার) অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে মোট সাতটি দল। সবাই নিজেরদের পছন্দের মতো দল সাজিয়েছে। তবে ড্রাফটে শুরুতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা’কে কেউ দলে ভেড়ায়নি। যা ক্রিকেট প্রেমীদের কাছে বড়ই দুঃখজনক। তবে দশম ডাকে ঢাকা প্লাটুন মাশরাফি’কে দলে ভেড়ায়।

বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন। আন্তর্জাতিক টি-টোয়ান্টি ক্রিকেট থেকে ২০১৭ সালে শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজে অবসর নেন। তবে যথারীতি বিপিএল খেলে যাচ্ছেন তিনি। তাছাড়া জাতীয় দলে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ছিলেন। বিশ্বকাপ শেষে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ফেরেননি। কবে ফিরবেন তা রয়েছে অজানা। আর টেস্ট ক্রিকেট তো ২০০৯ সালে শেষ হয়ে গিয়েছে এ কিংবদন্তির। বয়স ও থেমে নেই, পেরিয়ে গেছে ৩৩। যার কারণে সব মিলিয়ে অবিক্রিত থেকে যেতেন মাশরাফি। সেটিই ইঙ্গিত করেছেন ঢাকার কোচ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘মাশরাফি এখন অনেক দিন ক্রিকেট থেকে দূরে রয়েছে। তাছাড়া জাতীয় দলের সাথে অনুশীলন ও হচ্ছে না, সাথে প্যাকটিসও। ২০১৯ বিশ্বকাপে মাশরাফি’র পারফরম্যান্স কারো কাছে ভালো লাগে নি। যার কারণে তাকে দলে নেওয়া কারো মাথায় আসে নি। তবে শেষ মূহুর্তে আমরা তাকে দলে নিয়ছে।’

দলে নেওয়া কারণ ও জানালেন বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন কোচ। তিনি বলেন, ‘আমরা তাকে দলে নিয়েছি দুটি কারণে। এক সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন জাতীয় দলে ও বাহিরে অধিনায়ক হিসেবে ছিলো। আরেকটি হলো সে নতুন বলে কার্যকারিতা জানে। দলের হয়ে অনেক বড় ভূমিকা রাখবে সে আশা করি।’

ঢাকা প্লাটুনঃ-

দেশি- তামিম ইকবাল, মাশরাফি বিন মোর্ত্তজা,
এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রাকিবুল হাসান, জাকের আলি অনিক।

বিদেশি- থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, লরি ইভান্স,ওয়াহাব রিয়াজ, আসিফ আলি,লুইস রিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »