মালিঙ্গার বিদায়ী ম্যাচে যে সকল আয়োজন থাকেছে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গা ক্রিকেটকে টাটা বাই বাই বলে দিচ্ছেন শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বিদায় নিচ্ছেন এই লঙ্কান গ্রেট। মালিঙ্গার বিদায়ী ম্যাচে বাহারি সব আয়োজনের ব্যবস্থা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। আর প্রেমাদাসা স্টেডিয়ামটি বিশেষ সাজে যে সাজছে ২৬ জুলাই সেটার আভাস পাওয়া গিয়েছিল আগেই। তবে এর বাইরেও থাকছে নানা আয়োজন।

মালিঙ্গার বিদায়ী ম্যাচ নিয়ে এসএলসির বোর্ড কর্তা ত্রিশান্থা কাপুওয়াতে জানান, ‘তার বিদায়ী ম্যাচে আমাদের পক্ষ থেকে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছি। তার পরিবার, বন্ধু ও সমর্থকদের জন্য সৌজন্য টিকিট দিয়েছি আমরা। তার বর্নাঢ্য ক্যারিয়ারকে স্বরণীয় করে রাখতে আমরা একটা সোনার মুদ্রাও ব্যবস্থা করেছি আমরা।’

শ্রীলঙ্কার ক্রিকেটের উত্থানের সময় থেকে দলটিকে সার্ভিস দেয়া ব্যতিক্রমী এই পেসারের বিদায়কে স্বরণীয় করে রাখতে এই আয়োজনের মধ্য দিয়েই বিদায় জানাতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »