নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠের ভিতর গিয়ে ফুল দিয়ে স্বাগত জানানো সেই সাকিব ভক্তের নামে মামলা হচ্ছে এবং তার সাথে পূর্ব গ্যালারির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মান্নানকে বরখাস্ত করা হয়েছে।
ফুল বিক্রেতা ফয়সাল আহমেদ, চট্টগ্রামের এনায়েত বাজারে তার বসবাস। চট্টগ্রামে সাগরিকায় দ্বিতীয় দিনে ম্যাচের ১০৭তম ওভারে পূর্বগ্যালারি থেকে হঠাৎ একজন ফুল নিয়ে আসলেন সাকিবের কাছে। গিয়েই স্যালুট এবং প্রেম নিবেদনের মতো করে সাকিবকে ফুল বাড়িয়ে দেন। পরে অবশ্য সাকিব সেই ভক্তের ভালোবাসার প্রতিদানও দেন, ফুলটি গ্রহণ করার মাধ্যমে। তবে এখানেই শেষ নয়, ভক্তটি সাকিবের সাথে কোলাকুলি করতে চান। ইচ্ছে না থাকলেও পরে কোলাকুলি করতে রাজি হন সাকিব। আর এর পরেই নিরাপত্তাকর্মীরা সোচ্চার হয়ে ফয়সালকে ধরে নিয়ে আসেন।
নিরাপত্তাকর্মীরা ফয়সালকে নিজেদের হেফাজতে নেওয়ার পর তাকে তল্লাশি করে। তল্লাশি করে একটি মানিব্যাগ ও ১০০ টাকা ছাড়া কিছুই পায়নি বিসিবির নিজস্ব নিরাপত্তাকর্মী। এরপর এক গোপন সূত্রে জানা যায়, ফয়সালকে প্রচন্ড মারধর করেছে নিরাপত্তাকর্মীরা। যদিও মারধরের বিষয়টি তারা অস্বীকার করেছে। বাইরের মানুষের এভাবে মাঠে প্রবেশ করায়, আবারো প্রশ্নবিদ্ধ হলো বিসিবির নিরাপত্তা ব্যবস্থা।
পাগলাটে এই ভক্তের এমন ঘটনা ঘটানোর পর পরই, তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছিলো। বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমাম জানিয়েছেন, খুব দ্রুতই ফয়সাল নামে সেই ভক্তটির নামে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি বলেন, বিষয়টিকে খুব ছোট করে দেখছি না আমরা। পূর্ব গ্যালারির দায়িত্বে থাকা এসআই মান্নানকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী দিন থেকে আমরা আরো বেশি সচেতন থাকবো। এছাড়া সেই পাগলাটে ভক্ত ফয়সাল সম্পর্কে তিনি জানিয়েছেন, আপাতত ছেলেটি পাহাড়তলী থানায় আছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হবে।