মাঠ ভেজা থাকায় টস হতে দেরি

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের টস হতে দেরি হচ্ছে। সকাল থেকেই থেমে থেমে চলা বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা রয়েছে। পৌনে ছয়টায় একবার আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছে। আবারও মাঠ পরিদর্শনে আম্পায়াররা যাবেন ৬টা ১৫ মিনিটে। সার্বিক অবস্থা বিবেচনা করার পরই আসলে বুঝা যাবে ম্যাচ আসলে কখন শুরু হতে পারে।

বাংলাদেশ দল জয়হীনভাবে কাটিয়েছে বেশ কিছুদিন। একটি জয়ের খোঁজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে সাকিব বাহিনী। প্রতুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারলেও মূল লড়াইয়ে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করছেন না জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। মিরপুরের উইকেটের ভূয়সী প্রশংসা করে তিনিও জানিয়েছেন রান তুলতে প্রতুত রয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত সম্ভব হচ্ছে না বৃষ্টি বাধায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »